শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে একাডেমির সংঙ্গীত শিল্পীরা গান, কবিতা আবৃত্তি ও লোক নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতোয়ারা করে তোলেন।
সোমবার উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও ইউএন’ও মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবঃ) অধ্যক্ষ মহাসিন রেজা, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এস,এম সোহেল প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক।