Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই পুলিশ কর্মকর্তা নিহত

MEHADI HASAN
এপ্রিল ২০, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে লোহাগড়ায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই পুলিশ কর্মকর্তা (উপ পরিদর্শক) সালাউদ্দিন মিয়া (৪৪)নিহত হয়েছে। গত সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া-বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই গ্রামের হাজী আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলা পুলিশের বিশেষ শাখায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শালনগন ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামের হাজী আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে জসিমউদ্দিন মিয়ার সথে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে সালাউদ্দিন মিয়ার বিরোধ চলে আসছিল । এ নিয়ে বিভিন্ন সময়ে গ্রামবাসী সালিস বৈঠক করলেও তাদের দ্বন্দ্ব মেটাতে পারেনি। গত রবিবার বিকালে সালাউদ্দিন মাগুরা থেকে ছুটিতে বাড়ি আসে। পরে সোমবার বিকালে জমি নিয়ে ছোট ভাই জসিম উদ্দিনের সাথে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই জসিম উদ্দিন শাবল দিয়ে বড় ভাই সালাউদ্দিনের মাথায় আঘাত করে। এসময় গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খুলনা ফুলতলা এলাকায় পৌছালে তার মৃত হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান নবধারা কে বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সালাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।