মোঃ সাগর মল্লিক,ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রেল স্টেশন মাষ্টার ( অব:) পুষ্পল চক্রবর্তী (৬০)।
তিনি বুধবার সকালে খুমেক হাসপাতালে করোনা ইউনিটে মারা যান। গত ১৩ এপ্রিল তার করোনা পজেটিভ হয়। তিনি মুলঘরের মৃত চিত্তরঞ্জন চক্রবর্তীর পুত্র। এনিয়ে ফকিরহাটে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার।