নবধারা প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ বিশুদ্ধ পানির প্রদানের উদ্বোধন করেছেন টুঙ্গিপারা পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। আজ ২২ এপ্রিল বুধবার দুপুরে তিনি এ বিশুদ্ধ পানির প্রদান কাজের উদ্বোধন করেন।
এ সময় গোপালগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, নবধারা সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ সাহা, পাটগাতী বাজার বনিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু উপস্থিত ছিলেন।
মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, আমরা সম্পুর্ন বিশুদ্ধ পানি সরবরাহ করার কাজ শুরু করলাম, যা পবিত্র রমজান মাসে আমার পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে। টুঙ্গিপাড়ায় আগামী ৩/৪ মাস লবনাক্ত পানি আসবে এ সময় আমরা পানি সরবরাহ করবো।
এ পানি পৌরসভার কখন কোন ওয়ার্ডে পাওয়া যাবে তা শীগ্রই জনসাধারনকে জানিয়ে দেওয়া হবে বলে মেয়র জানান।