নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধ্য বাঁশবাড়িয়ার আড়ুয়াকান্দী গ্রামের একটি সড়কের নির্মান কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ ও কৃষকের ভোগান্তী এখন চরম পর্যাময়ে।সড়কের একটি অংশ ব্যাক্তি মালিকানা দাবী করায় এ সড়কের কাজ বন্ধ রয়েছে বলে জানা যায়।
এলাকাবাসী বলেন, এ সড়ক দিয়ে মানুষজন চলাফেরা করে। কৃষক তার ফসল এ পথ দিয়ে মাথায় করে আনে। সড়কটি না হলে তাদের কষ্টের আর সীমা থাকবে না।
স্থানীয় খোকন আলী শেখ বলেন, এ সড়কটি তাদের প্রানের দাবী। এ সড়ক সবাই চায়। শুধু দুএকটি পরিবার খালের পাড়ের সরকারী জায়গায় নিজদের ঘর করায় এ ভোগান্তীর সৃষ্টি হয়েছে।অবিলম্বে আমি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষন করছি এবং এ সড়ক নির্মান কাজ শেষ করার দাবী জানাচ্ছি।
নুরুন্নবী শেখ বলেন, এ সড়কটি আমার নিজের বাবার নামের রেকর্ডকৃত জমির উপর দিয়ে শেষ হবে। তাই আমি এ সড়ক চাই না। তবে আমি আমার ভাইদের সাথে আলাপ করে সবার স্বার্থ ভেবেই মতামত জানাবো।
তবে সড়কটি নির্মান হলে জনসাধারনের দুর্ভোগ লাগব হবে বলে এমনটি মতামত সবারই।