বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ১৫ ঘন্টার ব্যবধানে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২১ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার গওহরডাঙ্গা গ্রামের পূর্ব পাড়ার হাসেম সিকদার (৮২) ও আজ বৃহস্পতিবার শ্রীরামকান্দি দক্ষিণ পাড়ার বিল্লাল হোসেন শেখ (৫০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রাতে হাসেম সিকদারের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকালে টুঙ্গিপাড়াস্থ গহরডাঙ্গা মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুনঃ
অন্যদিকে আজ সকাল ৯ টায় করোনা আক্রান্ত বিল্লাল হোসেন শেখের অবস্থার অবনতি ঘটলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুনঃ
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
তিনি বলেন, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলুন। বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হবেন না। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম মুঠোফোনে নবধারা কে বলেন, “টুঙ্গিপাড়ায় গত দু’দিনে পর পর দুজন মারা গিয়েছেন। করোনা সংক্রমণ রোধে প্রশাসন যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এছাড়া লকডাউনে কেউ যাতে বাইরে ঘোরাফেরা না করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। সর্বোপরি উপজেলার জনসাধারণের প্রতি আমার আহ্বান নিজের এবং পরিবারের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে।”
আরো পড়ুনঃ
উল্লেখ্য, গত বছর করোনা আক্রান্ত হয়ে টুঙ্গিপাড়ায় আরও ৪ জন মৃত্যুবরণ করেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
নবধারা/বিএস