মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন স্থানে সুযোগ্য জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান করোনা মোকাবেলায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। ২৩ এপ্রিল (শুক্রবার) এ মাস্ক বিতরন ও উল্লেখযোগ্য স্থান পরিদর্শন করা হয়।
এ সময় তিনি কালিয়া উপজেলার শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের পাশে অবস্থিত শিব মন্দির, নারায়ন মন্দিরসহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ পরিদর্শন করেন। তাছাড়াও ওস্তাদ রবি শংকর, উদয় শংকরের পৈতৃক ভিটা (বর্তমান জেলা পরিষদ ডাক বাংলো) পরিদর্শন করেন। এসব নিদর্শন সমূহ যথাযথ সংরক্ষণের তাগিদ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।