শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
চিতলমারীতে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান থাকা সত্বেও বেশীর ভাগ মানুষ সামাজিক দূরুত্ব মানছে না। ফলে এ উপজেলায় ঝুঁকি বেড়ে যাচ্ছে। রাস্তা – হাটবাজার চায়ের দোকানে বসে খাওয়ার পাশাপাশি সব বয়সের মানুষ অবাধে আড্ডা দিতে দেখা গেছে।
আজ ২৫ এপ্রিল রবিবার চিতলমারীর সর্বত্বই এ দৃশ্য দেখা গেল
উপজেলা প্রশাসন, রাষ্ট্র ও জনগণের সার্থে প্রতি দিন সামাজিক সচেতনতা বাড়াতে অভিযান পরিচালনা করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখলেই লোকজন অলিতে গলিতে গা ঢাকা দিচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরোলে একাধিক প্রশ্নের সম্মুখিন হয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করছেন। এরপরও তারা পাড়া মহল্লা হাটবাজার বা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে । কোন ভাবেই মানুষের মধ্যে সচেতনতা ফিরে আনা যাচ্ছে না। সরকারের বেধে দেয়া সময়টা, স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশ মেনে শহনশীলতার পরিচয় দিতে না পারলে বড় ধরনের বিপদ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।