মোঃ জিহাদুল ইসলাম, (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় স্বামী-স্ত্রীর কলহের জেরে রুবেল ব্যাপারী (২৮) নামে এক যুবক খুন হয়েছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। নিহত রুবেল পৌরসভার বড়কালিয়া গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে।
শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় পৌর শহরের বড়কালিয়া গ্রামে স্বামী-স্ত্রীর কলহ বাঁধলে প্রতিবেশী রুবেল ব্যাপারী ঠেকাতে যায়। এ সময় তার মাথায় ছুটুর ভাই লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। প্রথমে তাকে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, অবস্থা আশংকাজনক হওয়ায়, ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (২৫এপ্রিল) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌরসভার বড়কালিয়া গ্রামের রহিম মোল্যার মেয়ে ছুটু বিবির সঙ্গে ৩/৪ বছর আগে একই গ্রামের কাঞ্চনের বিবাহ হয়। বিবাহের পর থেকে কাঞ্চন শ্বশুর রহিমের বাড়ীতেই থাকত। কাঞ্চন ও স্ত্রী ছুটু বিবির মধ্যে পারিবারিক কলহ প্রায় লেগেই থাকত। রোববার রাত সাড়ে ১১টায় কাঞ্চন-ছুটু দম্পতির মধ্যে ঝগড়া শুরু হলে প্রতিবেশী রুবেল ব্যাপারী ঠেকাতে গেলে তার মাথায় কে-বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরের দিন সকাল ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
খুনের সঙ্গে জড়িত সন্দেহে কালিয়া থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে আব্দুর রহিম মোল্যা (৫৫) , জসিম মোল্যা (১৯),কাঞ্চন মোল্যা (৩২), রুবেল মোল্যা (২১) ও রানা মোল্যা (২২) কে আটক করে।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া নবধারা কে বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নবধারা/বিএস