শফিকুল ইসলাম সাফা,চিতলমারী :
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই দুধ বিক্রেতা ও মুখে মাস্ক পরিধান না করার অপরাধে ৯ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, মহামারী করোণাকালীন সময়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার চিতলমারী সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মুখে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রমণ নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় ৯ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুধে পানি মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মোতাবেক দুই নারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর বিজয় কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।