Nabadhara
ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় ৩ ব্যাবসায়ীকে জরিমানা

MEHADI HASAN
এপ্রিল ২৮, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় বেশী দামে তরমুজ বিক্রি কারায় ৩ ব্যবসায়ীকে জমিরমানা করেছে ভ্রাম্যমান আদালত। হঠাৎ বাড়িয়ে দেওয়া দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার পর নড়াইলের কালিয়ায় তরমুজের দোকানে অভিযান চালিয়েছে কালিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিন তরমুজ ব্যবসায়ীকে ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

২৮ এপ্রিল (বুধবার) দুপুরে শহরের পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী শরিফুল ইসলামকে পাঁচ হাজার, মতিয়ার রহমানকে এক হাজার ও হাসান শেখকে পাঁচশত টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক সব জরিমানা আদায়ও করা হয়।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ ছিল ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে ওজনে কেজি হিসেবে বিক্রি করেন। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি ফল আড়তের বেশির ভাগ ব্যবসায়ী মণ ও পিচ হিসেবেই কিনে আনেন। তিনি আরো জানান, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করতে পারবেন, এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। কেজিতে ৩ থেকে ৫ টাকার বেশি লাভ করতে পারবেন না। আর কেজি বা পিস যেভাবে কিনবে সেভাবেই বিক্রি করতে হবে। কিন্তু কেজি প্রতি ৫০ টাকাও লাভ করেছেন কেউ কেউ। এদের তিনজনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পুলিশ সদস্য ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রমজানের এক সপ্তাহ আগেও তুলনামূলক বড় ও ভালো মানের তরমুজ ২৫থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। রমজান শুরুর আগেই দাম বেড়ে ৩৫-৪০-এ চলে যায়। এভাবে বাড়তে বাড়তে গত কয়েক দিন কেজি ৫০ থেকে ৬০ টাকায় দাঁড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।