নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদ, শেখ বাড়ি জামে মসজিদ ও পাটগাতী চৌরঙ্গী বাবুল সুপার মার্কেটস্থ মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন