কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
সরকারি নির্ধারিত দামে বাগেরহাটের কচুয়ায় আনুষ্ঠানিক ভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।বৃহষ্পতিবার (২৯) দুপুরে কচুয়া খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ।
এসময় কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: লাভলী খাতুন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সোহেল আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মবর্তা অঞ্জন কুন্ডু,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, খাদ্য গুদাম কর্মকর্তা মো: ফুল জামাত আলী, সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামীলীগ মো: আজাদ হোসেন বালী,ইউপি সদস্য ও কৃষক শিকদার মাহাবুবুর রহমান।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ নবধারা কে বলেন, সরকারের জারি করা নিয়ম অনুযায়ী এবার কচুয়ায় খাদ্য শষ্য সংগ্রহ করা হবে।ধান সংগ্রহের ক্ষে কোন প্রকার অনিয়ম সহ্য করা না।ধান সংগ্রহের ক্ষে কোন প্রকার অনিয়ম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২১ সালে বোরো মৌসুমে কচুয়া উপজেলায় ২৭টাকা কেজি দরে মোট ১০৪৬ মে:টন ধান সংগ্রহ করা হবে।উপজেলার কৃষকদের প্রদত্ত কৃষিকার্ড দিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে।