মোঃ সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান পদন্নোতি হয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হওয়ায় তার তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল (বৃহস্পতিবার) ২৯ শে এপ্রিল উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা মিলানায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন।
স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, ডাঃ মোঃ শাহরিয়ার শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস