শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে জয়পুরস্থ আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে গণতন্ত্রের বিজয় দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব সৈয়দ মসিয়ূর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আ‘লীগ নেতা আজিজুর রহমান আরজু, ইতনা ইউপির সাধারণ সম্পাদক শেখ আহাদুর রহমান আহাদ, লোহাগড়া ইউপি সভাপতি আনোয়ার মৃধা, প্রভাষক রনজিৎ টিকাদার, যুবলীগ নেতা সৈয়দ আহসান হাবীব গিয়াস প্রমুখ।
এছাড়া জয়পুর, কাশিপুর, কোটাকোল, দিঘলিয়াসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।