বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়েজনে ও গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গণজাগরণের শিল্প আন্দোলন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক উৎসবের সংগীত, নৃত্য পরিবেশন করেন।
এর আগে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।