শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে প্রচন্ড গরম ও বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই আসছে ডায়রিয়া আক্রন্ত রোগী। চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল আফিসার ডা: তানিয়া অধিকারী জানান, উপজেলায় হঠাৎ করে ডায়রিয়া দেখা দিয়েছে।৫০ সয্যার হাসপাতালে পর্যপ্ত পরিমান শয্যা না থাকায় বাধ্য হয়ে মেঝেতে বিছানা বিছিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।গতকাল পর্যন্ত এ স্বাস্থ্য কমপ্লেক্সের ২১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। আরোও প্রায় অর্ধশত রোগী প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
ডায়রিয়া রোগে আক্রান্ত মরিয়াম (২০) জানান , ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু ওষুধের কোন সমস্য না হলেও শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। ছাড়া ড্য়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরেক রোগী দেড় বছর বয়াসের মোহাম্মাদের সাথে আসা তার মা’ মার্জিয়া, দেড় বছরের আরেক রোগী জান্নাতির মা’ ও নয় মাসের ছিপাতুল্লার মা’ মারিয়া আক্তার জানান,তাদের সন্তান্তান দের ডায়রিয়া নিয়ে হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের সন্তানদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দিলে তারা ভর্তি হন। কিন্তু শয্যা না থাকার কারণে হাসপাতালের মেঝেতে বিছানা ফেলে চিকিৎসা নিতে হচ্ছে তাদেরকে।তবে তারা পর্যপ্ত ওষুধ ও সেবা পাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান জানান, প্রচন্ড গরম ও বিশুদ্ধ খাবার পানির অভাবে প্রতি বছর এই সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।তবে সবাইকে পরিস্কার পরিছন্নতা অবলন্বন করতে হবে।, পচাঁবাসিও নষ্ট হয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক ডায়রিয়া রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত পর্যপ্ত পরিমান হাসপাতাল থেকে স্যালাইন দেয়া হচ্ছে।৫০ শয্যার হাসপাতালে ভর্তিকৃত অন্যরোগীর পাশাপাশি ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শয্য সংকট দেখা দিয়েছে। হাসপাতালের মেঝেতে রোগীরা বিছানা বিছিয়ে চিািকৎসা নিেিচ্ছন।