কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় ২শত পিচ ইয়াবা সহ দক্ষিনাঞ্চল মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের -২সদস্য আটক করেছে কচুয়া থানা পুলিশ । পুলিশ জানায় যে,সম্প্রতি বিশেষ অভিযান চলাকালে কচুয়া থানার অফিসার ইন চার্য মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এস আই মোমরেজ আলী, এএসআই আবু সালে এএসআই মো: কাজী মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে চরটেংরাখলী মো: সহিদ বালীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা বিক্রির সময় আসামীদের আটক করে।
কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মো: রশিদ খানের পুত্র মো: নাজমুল খান(২৮) ও গাইবান্ধা জেলার সদুল্লাপুর থানার বৈষ্ণপুর গ্রামের মো: আমজাদ মিয়ার পুত্র মো: নুরুন্নবী মিয়া(২২)কে ২০০পিচ ইয়াবা যার মূল্য ৬০,০০০/=(ষাট হাজার টাকা)সহ কচুয়া থানা পুলিশ আটক করে গত বুধবার সন্ধায়। আসামীদের নিকটে ২০০পিচ (ডণ) ইয়াবা পাওয়া যায়,যার মূল্য ৬০,০০০/=(ষাট হাজার টাকা)। পরে এসআই এস আই মোমরেজ আলী এদের বিরেুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) ও ১০(ক)ধারায় কচুয়া থানায় মামলা করেন।