কোটালীপাড়া প্রতিনিধিঃ
৪ই মার্চ রোজ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোটালীপাড়ার আয়োজনে কোটালীপাড়ার পৌরসভা ব্লকের রাঢ়ীর বিল গ্রামের বোরো চাষী বলরাম রত্নের রোপনকৃত ব্রিধান-৮৯ ধানের জমিতে নমুনা শস্যকর্তন অনুষ্ঠিত হয়।
কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাধাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি- বাবু সর্বানন্দ বৈদ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , কোটালীপাড়ার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব- কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, স্বপন মহালদার, মনোজ কুমার মৃধা ও সুমন মৈত্র ।
কর্তনকালীন সময়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বলেন – এ বছর কোটালীপাড়ায় ২৪৯৪৫ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে এবং বোরোধানে বাম্পার ফলন হয়েছে, যদিও বিগত ০৪/০৪/২০২১ ইং তারিখে কোটালীপাড়ায় বয়ে যাওয়ায় কিছু জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় আবাদকৃত জাতের উপজেলা পর্যায়ে প্রতিটির জন্য ২০ বর্গমিটার করে একটি উত্তম, একটি মধ্যম ও একটি নিম্ন ফলনের ধানের নমুনা শস্যকর্তন করে থাকি এবং ব্লক পর্যায়ে আরো বেশী নমুনা কর্তন করা হয়, তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্তন। এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে আগত চাষীদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদানের জন্য আগত চাষীদের মাঝে ব্যক্তিগত তরফে গেঞ্জি বিতরণ করা হয়। এতে গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার প্রায় ৫০ জন কৃষক / কৃষানী অংশগ্রহণ করেন।