Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে নারকেলের সুদিন ফেরাতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধিঃ-

নারকেলের রাজধানী খ্যাত বাগেরহাটের ফকিরহাট উপজেলাসহ উপকূলীয় এলাকায় নারকেল চাষ সম্প্রসারণ, গবেষণা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সম্ভব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ি থেকে একটি বিশেষজ্ঞ দল মাঠ পর্যায়ের কৃষকদের সাথে এই সংক্রান্ত এফজিডি সভায় অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপকূলীয় এলাকায় নারকেল চাষ সম্প্রসারণ, গবেষণা ও ব্যবস্থাপনার কাজে ইউনাইটেড সোস্যাল বিজনেস-বিডির সহযোগিতায় বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের ১১টি উপকূলীয় জেলাসহ মোট ২৭টি জেলার বিভিন্ন উপজেলায় এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবেন। বিশেষজ্ঞ দলটি ফকিরহাটের নারকেল চাষীদের অভিজ্ঞতা, তাদের নারকেল চাষ পদ্ধতি, মাটির উর্বরতা সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ দলটি আলোচনা করেন। আলোচনায় চাষিরা নারকেল চাষ সম্প্রসারণ ও ফলন বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ ও কৃষি বিভাগের সহায়তা কামনা করেন।

 

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভৌত অবকাঠামো উন্নয়ন ও আইসিটি ব্যবস্থাপনা আধিশাখা) কাজী আফজাল হোসেন, উপপ্রধান (প্রকল্প প্রস্তুতকরণ) মো: সাদেকুর রহমান, নারকেল চাষ সম্প্রসারণ, গবেষণা ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাবিত প্রকল্প পরিচালক মো. আব্দুল হালিম, ইউনাইটেড সোস্যাল বিজনেস-বিডির কর্মকর্তাবৃন্দ, ফকিরহাট উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ ও নারকেল চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।