নবধারা ডেস্কঃ
আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আজ বৃহস্পতিবার ছিল প্রার্থীতা ফরম জমার দেওয়ার শেষ দিন।
আজ সারাদিনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ ফয়জুল মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া আর কোন প্রার্থী মেয়র পদে লড়াই করছেন না। তাই জনগণের দৃষ্টি এখন কাউন্সিলরদের দিকে।
এদিকে এ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। এবারের নির্বাচনে গিমাডাঙ্গা জিটি স্কুল পাড়া, পাটগাতী সর্দারপাড়া ও গওহরডাঙ্গা নিয়ে গঠিত এই ওয়ার্ডে সবচেয়ে বেশী প্রার্থী অংশগ্রহণ করছেন।
আজ বর্তমান কাউন্সিলর শেখ হাবিবুল বশির লিপু, মোঃ চান মিয়া শেখ, মোঃ জালাল শেখ ও মোঃ হাফিজুর রহমান বিশ্বাস প্রার্থীতার ফরম জমা দেন।
এ ওয়ার্ডে শেখ হাবিবুল বশির লিপু পরপর দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন।