শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে করোনা মহামারীর প্রতিকুলতার মধ্যেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
অনুষ্ঠানিকতা না থাকলেও আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার উপজেলার কয়েক টি স্কুলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মোঃ মারুফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
এবার স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বই উৎসব না করেই স্কুলে স্কুলে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই তাদের নিজ নিজ স্কুল থেকেই সংগ্রহ করেছে।
তবে যেসব প্রতিষ্ঠানে বেশী শিক্ষার্থী আছে সেসব স্কুলে বই বিতরণে দুই তিন দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এবার প্রতিটি শ্রেনীর বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে তিন দিন করে সময় দেয়া হয়েছে।
ষষ্ঠ থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের বই বিতরণে মোট ১২দিন সময় পাবে বিদ্যালয়গুলো। বছরের প্রথম দিনে স্কুল গুলো আলাদা আলাদা ভাবে প্রতিটি শ্রেনির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।
নতুন বই হাতে পেয়ে উচ্ছাসে আত্মহারা শিক্ষার্থীরা কেউ কেউ বই বুকে জড়িয়ে ধরেছে ।