Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে প্রথম আলো প্রতিনিধিকে পুলিশের হেনস্থা 

জাবি প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম নয়ন (জাবি প্রতিনিধি)

১৭ জুলাই নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের মারধরে আহত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন।

 

১৭ জুলাই দিনভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পুলিশ এবং ছাত্রদের।এসময় বেশ কিছু ছাত্র আহত হন।সন্ধ্যা ৭ টার দিকে কলা ভবনের সামনে থেকে আহত ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের একটি গড়িতে করে বিশ্ববিদ্যালয়ের মিডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়ি থামিয়ে আহত ছাত্রের উপর চড়াও হয় এবং ছাত্রদের ঘুচি লাথি ও শর্টগান দিয়ে আঘাত করতে থাকে। প্রথম আলো প্রতিনিধি মামুন এসব ভিডিও ধারন করতে থাকেন তখন সেখানে কর্মরত পুলিশ সদস্যরা তার উপর চড়াও হয় তার হাতে থাকা ফোন ভেঙ্গে ফেলেন এবং তাকে এলোপাথাড়ি খুশি ও শর্টগান দিয়ে আঘাত করতে থাকেন।একপর্যায়ে মামুন দো ড় দিলে পুলিশ সদস্যরা তার দিকে ইটপাটকেল ছোড়েন ।পরে অন্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান।

 

এবিষয়ে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুলাহিল কাফী দুঃখ প্রকাশ করেছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।