শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বঙ্গবসাগেরে মৌসুমি বায়ুর প্রভাবে ও জোয়ারের পানির কারনে চিতলমারীতে দুইদিনের ভারি বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।
বিশেষ করে দিনজুর ও ভ্যান রিকশা চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।গত দুইদিনের ভারি বর্ষনের ফলে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি ওজোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে নি¤œ অঞ্চল, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া খেটে খাওয়া মানুষগুলো ঘর থেকে বের হতে পারছেনা। প্রবল বৃষ্টি ও সাধারন জোয়ারের প্রনিতে অনেক চিংড়ীঘের তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় মৎস্য চাষিরা ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান,বেশীর ভাগ মাছের ঘেরে পানি ছুই ছুই আস্থা বৃষ্টিপাত অব্যাহত থাকলে চিংড়ীসহ মৎস্য ঘের তলিয়ে ভেষে যাবার সম্ভবনা রয়েছে। স্থানীয় মৎস্য চাষিরা জানান, জোয়ারের পানির সাথে দুইু দিনের প্রবল বর্ষনে ঘেরের পাড়ের সবজির অনেক ক্ষতি হয়েছে। এরকমের ভারি বৃষ্টি আরো দুইদিন থাকলে মাছেরঘের তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা ।