সাগর মল্লিক, ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার পক্ষ থেকে নেতাকর্মীদের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলা বিএনপি’র আহব্বায়ক মো. শহিদুল আলম স্বাক্ষরিত এমন একটি নোটিশ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিএনপির পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করেছেন মো. শহিদুল আলম।নোটিশে উল্লেখ করা হয়, ‘এত দ্ধারা ফকিরহাটের সর্ব সাধারণের অঙ্কাতির জন্য জানানো যাইতেছে যে, বিএন পি কেন্দ্রিয় কমিটির নির্দেশনা অনুযায়ী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল নেতাকর্মিদের নির্দেশ দেওয়া হয়েছে। কোন প্রকার হামলা/ভাংচুর এবং দখলবাজি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভংগের জন্য দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আইন ভংগকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।’
এছাড়া সকালে উপজেলার কাটাখালী থেকে ফকিরহাট পর্যন্ত বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিশ্বরোড মোড় এলাকায় একটি পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্রাক্তন ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা সহ বিভিন্ন নেতাকর্মী। সভায় বক্তারা শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার মাধ্যমে দেশ আবার স্বাধীন হয়েছে উল্লেখ করে বলেন, এখন ঘৃণা বা সংঘাতের সময় নয়। সবাই মিলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এর পর শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাট মডেল থানা কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বৈঠক করেন।