নাইমুল ইসলাম কল্লোল, স্টাফ রিপোর্টারঃ
“স্বাস্থ্য বিধি মেনে চলি, নিরাপদে বই গ্রহণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১লা জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ার জি.টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস।
এসময় টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী অফিসার এ.কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) দিদারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ এবং জি.টি. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।