নড়াইল প্রতিনিধি
বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর)বিকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার কাজী এহসানুল কবীর তার মতবিনিময় সভায় বক্তব্যবে বলেন,আসন্ন দূর্গা পূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরে মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য, সাবেক সভাপতি অশোক কুন্ডুসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।