স্পোর্টস ডেস্ক
চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারে ৩৪ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ফেলেছে ভারত। একে একে ফিরে গেছেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিরা। সবগুলো উইকেটই শিকার করেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ-ভারত সিরিজের সব খবর পেতে ক্লিক করুন এখানে
এদিকে, স্থানীয় আবহাওয়ার পূর্ভাবাস, ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে থাবা বসাতে পারে বেরসিক বৃষ্টি! জানা গেছে, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। তার জেরে প্রথম দিনের খেলা কিছুটা ব্যাহত হতে পারে।
আকুওয়েদারের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির শঙ্কা ২০ শতাংশ। বেলা বাড়লে সেটা বেড়ে দাঁড়াতে পারে ২৫-৩০ শতাংশ। যদিও গোটা দিনের খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই, তবে মাঝে মাঝেই খেলায় ব্যঘাত ঘটাতে পারে বৃষ্টি। যদি বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় তাহলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বাড়বে।
অবশ্য এখন পর্যন্ত নির্বিঘ্নেই খেলা মাঠে গড়াচ্ছে। তবে চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ভ্যাপসা গরম।
এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাসান ও তাসকিনকে খেলতে অস্বস্তিতে ভুগেছেন ভারতের দুই ওপেনার। চতুর্থ ওভারে হাসানের বলে রোহিতের বিপক্ষে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। আম্পায়ার্স কলের কারণে সে যাত্রায় লেগ বিফোর থেকে বেঁচে যান ভারত অধিনায়ক। তবে নিজের পরের ওভারে ফিরেই রোহিতকে সাজঘরে ফেরান হাসান।
ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলটি স্টাম্পের ভেতরে রেখেছিলেন হাসান। রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে শান্তর হাতে। দারুণ লো ক্যাচ নিয়েছেন শান্ত। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৬ রান করেছেন রোহিত।
তিনে নেমে সুবিধা করতে পারেননি শুবমান গিল। অষ্টম ওভারে হাসানের লেগ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন গিল। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতের ভরসা হয়ে চারে নেমেছিলেন বিরাট কোহলি। তবে অভিজ্ঞ এই ব্যাটারকেও দাঁড়াতে দেননি হাসান। ১০ম ওভারে হাসানের করা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৬ রান।