টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী পরিষদের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ডঃ মিজানুর রহমান ও মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমানের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় সিনিয়র সহ-সভাপতি কাজী আবদুল মাজেদ, শামীম আরা, মহিউদ্দিন হাওলাদার, যুগ্ম মহাসচিব হারুনর রশিদ, কোষাধক্ষ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক নোমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ছায়া রানী বিশ্বাস, কেন্দ্রীয় কাউন্সিলর নাসিরুদ্দিন মুন্সি সহ বিভাগীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।