নবধারা ডেস্ক
গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলার আসামী আলিমুজ্জামান চৌধুরী জেল হেফাজতে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
জানা যায়, রবিবার ( ১৩ অক্টোবর) সকাল নয়টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হটাৎ অসুস্থ হয়ে পড়েন আলিমুজ্জামান চৌধুরী। পরে তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফাট করেন। পরে পুলিশ সদস্যদের একটি টিম তাকে প্রথমে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে সেখানকার আনুষ্ঠানিকতা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তার পরিস্থিতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফাট করেন। পরে বিকালে ঢাকায় নিয়ে প্রথমে কারাগারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কর্তৃপক্ষ। এরপর রাতে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।
নিহতের স্বজনরা জানান – গোপালগঞ্জ জেলা কারাগারের ভিতরে আলিমুজ্জামান স্টোক করার পর থেকে প্রতিটা জায়গায়ই নানান ভাবে কর্তৃপক্ষ সময় ক্ষেপন ও হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অবহেলা এবং চিকিৎসার অভাব দেখা দেয় যার ফলে বিনা চিকিৎসায় ঢাকায় কারাগারের মধ্যেই তিনি মারা যান। এর আগে সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সে খবরও যথাসময়ে দেওয়া হয়নি পরিবারের সদস্যদের।
তারা আরো জানান, গত ১৩ সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ছবি ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালে আলিমুজ্জামান চৌধুরীর ঘোনাপাড়াস্থ মার্কেট এবং বাড়িতে বিএনপির লোকজন হামলা করে। হামলার এক পর্যায়ে আলিমুজ্জামান চৌধুরীকে কুপিয়ে জখম করেন। তিনি ওই অবস্থায় থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে তাকেই গ্রেফতার করেন পুলিশ।
উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানীর গাড়ী বহরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে এসময় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার নিহত হয় এঘটনায় গোপালগঞ্জের দুই আসনের এমপি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম এর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান।।
এছাড়া এই মামলা ৩২ ‘শ জনকে অজ্ঞাত আসামী করা হয়।। আলিমুজ্জামান চৌধুরীকে কয়েক দিন আগে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ রিমান্ড শেষে তাকে আবারো কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।