রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শীতের প্রকোপ উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে বোরো রোপনে ব্যস্ত থাকতে দেখা গেছে তাদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চল সহ উপজেলার সর্বত্র জুড়ে এখন চলছে বোরো ধান চাষাবাদের মহোৎসব। উপজেলার কৃষকদের কেউ বীজ তলা থেকে চারা তুলছেন, অনেকে চারা রোপন করছেন। প্রচুর শীত থাকায় কৃষকরা পানিতে নামতে একটু দেরি করছেন।
সকালে সূর্যের দেখা পেলে তবেই তারা চারা রোপনে নামছেন। আগাম তৈরি বীজতলা থেকে এবারও কৃষকরা শীতের শুরুতেই আগাম চারা রোপনের কাজ শুরু করেছেন। খেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে কৃষকদের।
স্থানীয় কৃষকদের দাবি, কৃষি অফিসে জনবল বৃদ্ধি করে কৃষি চাষে আরও বেশি সেবা দিতে। চাষিরা যেন সঠিকভাবে চাষ করতে পারে।
কৃষক মুকুল শেখ বলেন, “জমি প্রস্তুত। চারা উত্তোলন করছি জমিতে রোপনের জন্য। বোরো ফসলটি ভালো হলে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারব। তাই যত্ন সহকারে জমি তৈরি করেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন জানান, “চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হবে।ইতোমধ্যে বোরো চারা রোপন শুরু হয়েছে।”