সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমিতে গড়ে ওঠা অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।১১ অক্টোবর সোমবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযানের প্রথম দিনে মোংলা মেরিন ড্রাইভ এর পাশে প্রায় দুই একর যায়গায় অবস্হিত ৭৭ টি অবৈধ দোকান ঘর উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সনোজিৎ কুমার চন্দ।
এ বিষয়ে তিনি আরও জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের বেদখলকৃত প্রায় দশ একর জমি কর্তৃপক্ষের দখলে নিতে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।উচ্ছেদ অভিযানে বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।নৌবাহিনীর সদস্য,বন্দরের স্পেশাল সিকিউরিটি ফোর্স এর সদস্যরা এই অভিযানে দায়িত্ব পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।