সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কৃতি সন্তান,বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম এর বাগেরহাট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১০ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পরে এই প্রথম বাগেরহাটে আসছেন সাবেক এমপি এম এ এইচ সেলিম। সম্প্রতি তিনি তার পিতার নামে প্রতিষ্ঠিত করা বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, এডভোকেট শেখ নুরুল ইসলাম, এডভোকেট রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন, মহিলা নেত্রী মলিদা আক্তার, প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, অধ্যাপক অবকান্ত সাহা, বিএনপি নেতা আলম মোল্লা, যুবদল নেতা শেখ মহিদুল ইসলাম, ফকির মাসুম বিল্লাহ, আল মামুন টিপু, শ্রমিক নেতা পাইক সাইদুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, সত্য রঞ্জন ঘোষ, আব্দুল জলিলসহ ব্যাপক সংখ্যক এম এ এইচ সেলিম সমর্থক উপস্হিত ছিলেন।আগামী ২৬ নভেম্বর তার বাগেরহাট আগমনের কথা রয়েছে।