Nabadhara
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা’র প্রতারণা ও হয়রানির প্রতিবাদে গোপালগঞ্জ কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ।

সোমবার (২ডিসেম্বর) সকালে অত্র সংগঠনের সাবেক সভাপতি হাসান জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।এতে বলা হয়েছে – মূলত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নাম পরিবর্তন করে বেকার মুক্তি পরিষদ নামকরণ করা হয়েছে কাশিয়ানী উপজেলা সহ অন্যান্য ন্যাশনাল কর্মীদের চাকরি ফিরে পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজা।

অভিযোগ রয়েছে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরের সামনে গিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড ও জেলা উপজেলা কমিটির মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে খুব স্বল্প সময়ে চাকরি পাবার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ নাম সর্বস্ব এ সংগঠনের কোন নিবন্ধন বা উচ্চআদালতে কোন রিট করেনি।

ভুক্তভোগী একজন জানান, কর্মীরা এ ভাবে হয়রানি হচ্ছে মর্মে প্রতিবাদ করলে এর কনো শুরহা মিলছেনা তাই এ সংগঠন থেকে পদত্যাগ করেছি। ন্যাশনাল সার্ভিস কর্মী ভাই -বোনদের অনুরোধ করছি এই প্রতারক আতিকুর রহমান রাজার ফাঁদে পড়ে আর ক্ষতিগ্রস্থ হয়েন না।সংবাদ সম্মেলনে রাজাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

এ সময় উপজেলা কমিটির পদত্যাগকৃত সাধারণ সম্পাদক নুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুনমুন বেগম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।