গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। খেলা শিক্ষারই একটি অংশ। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে রাখে। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
জেলা প্রশাসক উপস্থিত সকলের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে লেখাপড়া সহ শিক্ষা পরিক্রম গ্রহন নিয়ে খেলার মাঠে। ডিজিটাল তথ্য প্রযুক্তি গেম থেকে শিক্ষার্থী বা তরুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এবিষয়ে পরিবারের সকল অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি নজর দিতে হবে। ভবিষ্যতে ভালো কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, সম্ভাবনার অঞ্চল কোটালীপাড়া। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের এডিপি অর্থায়নের ছিন্নমূল প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতকালীন স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন ক্রিয়া সামগ্রি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
এসময়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক অনামিকা সুলতান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নাসর উদ্দীন নান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম খান, সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরিশেষে, বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।