Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে ডিএমপির স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে সভাপতি এবং সাভার-আশুলিয়া জোনের টুরিস্ট পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মনিরুল হক ডাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন। এর মধ্যে মনিরুল হক ডাবলু রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সন্তান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন সংগঠনের নব নির্বাচিত দপ্তর সম্পাদক খান মোঃ মাসকোয়াত হোসেন। এর আগে গত ০৮/১১/২০২৪ তারিখে সংগঠনের আংশিক কমিটি গঠন করা করা হয়েছিল। নবগঠিত কমিটিতে ৫ জন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন ঢাকার মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিএমপির মোঃ সোহেল কুদ্দুস, মৌলভিবাজার সিআইডির এএসএম সানোয়ার হোসেন ও ঢাকা কদমতলি থানার ওসি মোঃ মাহমুদুর রহমান, ডিএমপির ডিবি পরিদর্শক ইমাউল হক। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ঢাকার সবুজবাগ থানার ওসি মোঃ ইয়াসিন আলী।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকার কলাবাগান থানার ওসি মোঃ মোক্তারুজ্জামান, মানিকগন্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ, চট্রগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর, মানিকগন্জ জেলার সিংগাইর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং র্যাব হেড কোয়ার্টারের পুলিশ পরিদর্শক (যানবাহন) মোঃ আশিকুর রহমান।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক (অব.) মো: মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো: মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো: মেহেদী হাসান, ডিএমপির খিলগাঁও থানার ওসি মো: দাউদ হোসেন এবং ডিএমপি আইওডি’র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। আলাপকালে সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল হক ডাবলু বলেন, বর্তমান প্রেক্ষাপটে জন মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে নবগঠিত এ কমিটি নিরলস প্রচেষ্টার মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তিনি সংগঠনের নব নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন এবং তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।