Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বুয়েটের পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ

রায়হান আহমদ,যবিপ্রবি  প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রায়হান আহমদ,যবিপ্রবি  প্রতিনিধি

“BUET AIChE Student Chapter” এর উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ফেস্ট ২০২৪ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয় । যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের (যবিপ্রবি) ” Team Nano-Carrier” এবং রানার্সআপ হয় “Team Eco-Fusion”।

 

চ্যাম্পিয়ন ” Team Nano-Carrier” এর প্রতিনিধিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিকৌশল বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের তাজমিন সুলতানা এবং সুরাইয়া ইয়াসমিন সেতু।

 

রানার্সআপ “Team Eco-Fusion” এর প্রতিনিধিত্ব করেন একই বিভাগের মো: ইসমাইল হোসাইন এবং সাকিবুল ইসলাম শুভ। বিজয়ী দলের প্রতিনিধিরা অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ আমরা ” ইন্টার ইউনিভার্সিটি সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন এ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছি। আমরা শুরু থেকেই বেশ এক্সাইটিং ছিলাম কম্পিটিশন নিয়ে। জাভেদ স্যার এবং রমজান স্যার প্রথম থেকেই আমাদের অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা দিয়েছেন । উনাদের দোয়া এবং আন্তরিকতা আমাদের সাফল্যের অন্যতম সোপান ।ডিপার্টমেন্টের হয়ে আমাদের এই অর্জন ক্যাম্পাস জীবনের এক সুন্দর অভিজ্ঞতা। আমরা আশা করি আমাদের জুনিয়ররা সামনে আরও ডিপার্টমেন্টের সুনাম উজ্জ্বল করবে । আমরা সবার কাছে দোয়া ও উপদেশ প্রার্থী ।

 

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ফেস্ট ২০২৪ এর পোষ্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় আংশগ্রহন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ২টি টিম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ১টি টিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে ১টি টিম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩টি টিম আংশগ্রহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।