Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আকাশ তাফালী, টুঙ্গিপাড়া
ডিসেম্বর ১৩, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ তাফালী, টুঙ্গিপাড়া 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত সোহেল শিকদার (১৯) টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল শিকদার মাটির ওপর পড়ে মারা যায়। ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়।

 

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) খোরশেদ আলম বলেন, রাতে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে দুর্ঘটনার শিকার হয়ে এমন ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।