গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে “একটি ফুটবল, একটি পৃথিবী” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে গোয়ালন্দ সোনালী ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে রাজবাড়ীর খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির মুখোমুখি হয়।
খেলায় খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী ৩-১ গোলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটিকে পরাজিত করে জয়লাভ করে। প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ নৃত্যানন্দ নন্দী, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি এবং সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, কোচ আরিফ হোসেন নারু, খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর কোষাধ্যক্ষ রাইসুল ইসলাম প্রমুখ।
প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুরা যত বেশি ম্যাচ খেলবে ওদের মধ্যে তত বেশি প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। এর মাধ্যমে তারা বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবে। শিশুদের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়াতেই আমাদের এ আয়োজন।