মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করার সময়ে ছাত্রদের গাড়িতে ধাক্কা লাগে।এনিয়ে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুত্বর আহত হয়েছেন অন্তত ৩ শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। খুলনা-মাওয়া মহসাড়কের মাদরাসা ঘাট এলাকায় প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এদিন সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
চালক মনির জানান, শিক্ষার্থীদের গাড়ি বহরের একটি গাড়ি পিছনে পড়ে যায়। ফকিরহাটের নওয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি পাম্প পর্যন্ত ওই গাড়িটিকে একটি যাত্রীবাহী বাস বার বার চাপ দিচ্ছিল। এক পর্যায়ে ওই গাড়ির লোকদের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রীন লাইন গাড়িটির গ্লাস ভাংচুর করে। মুহুর্তের মধ্যে ঘটনাস্থল রনক্ষেত্রে পরিনত হয়। শিক্ষার্থীরা দুটো মোটরসাইকেল পুড়িয়ে দেয়। স্থানীয় কাউন্টার ভাংচুর চালায়।
বৈষম্য বিরোধী ছাত্ররা জানান, খুলনা থেকে শান্তিপূর্ণ ভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিলো। পথে আমাদের উপর হামলা করে। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। ওই পরিবহনের লোকদের কাছে জানতে চাইলে, তারা শিক্ষার্থীদের উপর চড়াও হয়। স্থানীয় কাউন্টারের লোকজন শিক্ষার্থীদের উপর হামলা করে। এঘটনায় এখন পর্যন্ত আমরা ৫জন আহতের খবর পেয়েছি।ঘটনাস্থল এখন শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।