রাজধানীর আশপাশের এলাকার বায়ু অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের ওয়েবসাইটে সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান ছিল ২৫০, যা খুব অস্থাস্থ্যকর।
উল্লেখ্য, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার (৫ জানুয়ারি) প্রথম অবস্থানে ছিল ঢাকা। এদিন সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ৪৪৫। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।