Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খেজুরের রস পান করা হলো না তাদের, সড়ক দুর্ঘটনায় নিহত – ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

খেজুরের রস পানের উদ্দেশ্যে মটরসাইকেল যোগে ভোরে বাড়ি থেকে বের হওয়া তিন বন্ধু অজ্ঞাত বাসচাপায় নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর তিন জনের দু’জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

নিহতরা হলেন কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্ব দাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগুলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মোঃ হৃদয় মৃধা (১৮)।

 

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ রকিবুজ্জামান আমাদের প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পরিবার সূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। পথিমধ্যে হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

 

ওসি মো. রকিবুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে তিন কিশোর বন্ধুর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হয়।

 

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।

 

সম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় সর্বমহলে উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।