টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত সমালোচিত গন অধিকার পরিষদ কর্মী সাকিব শেখ ( ১৬) ওরফে স্টার সাকিব কে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার পাটগাতী বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। সাকিব পাটগতী বাজারের মৃত আতিক শেখের ছেলে।
জানা যায়, কয়েকদিন আগে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ভাই সাগরের ব্যানার হতে গভীর রাতে তার মাথা কাটার ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্টার সাকিব কে দোষারোপ করে। এ সময় সাকিব নিজেকে নির্দোষ দাবি করেন।
গত রবিবার রাতে পাটগাতী বাজারে কয়েকশত লোকের সামনে এস এম জিলানি ও সাগর কে ও তার বাবা মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্টার সাকিব। গতকাল সোমবার দুপুরে পাটগাতী বাজারের ইসলামী ব্যাংকের সামনে ২০/২৫ জন হঠাৎ করে এসে তাকে মারধর করে।
সাকিব কে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সাকিব গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
টুঙ্গিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহসিন শেখ বলেন, সাকিব আমাদের দলের একজন কর্মী। তাকে এস এম জিলানির ছোট ভাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও যুবদল নেতা তাইজুল ইসলামের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী মিলে নৃশংস ভাবে পিটিয়ে মৃত ভেবে ডাস্টবিনে পাশে ফেলে চলে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর বলে, স্টার সাকিবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় একটি কিশোর গ্যাং পরিচালিত হয়ে আসছে। সে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। এই ঘটনা যখন ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে আমি তখন ইউএনও সাহেব এর রুমে, তার সাথে একটি বিষয়ে আলোচনা করতে তার কক্ষে অবস্থান করছিলাম। এ ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমার পরিবার কে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে। আমি ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি।
টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।