Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ‘লালতীর সীড’ আয়োজিত ‘কৃষক মাঠ’ দিবস অনুষ্ঠিত

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি

লাল তীর সীড লিমিটেড এর ব্যবস্থাপনায় ফরিদপুরের মধুখালীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(২৯ জানুয়ারী) বিকাল ৫ টায় মেগচামী খ্রীষ্ট্রান মিশণ স্কুল হলরুমে সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মো. রবিউল হোসেন খানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়সেন শুভ্র। বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড এর ফরিদপুর বিভাগীয় ব্যবস্থাপক মো. শফিকুর রহমান,সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট চাষী মো. হাসান আলী খান, উপজেলা কৃষি অফিসের এস.এ.পি.পি.ও মাহবুব আলী খান,এস.এ.এ.ও গৌতম কুমার বসু, মো. জিয়াউল হক লালতীর সীডের হারুন অর রশিদ, ফরহাদ হোসেন,মামুন হোসেন, হুমায়ুন কবির তালুকদার, চাষী মো. রাজু আহমেদ,আব্দুল লতিফ শেখ প্রমুখ। মেগচামী,মধুপুর,শিবপুর,চরমেগচামী এলাকার বেশকিছু চাষী মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লালতীর হাইব্রীড পেঁয়াজের বীজ বাজারের সেরা বীজ। পেয়াঁজ শীতকালীন ফসল হলেও লালতীর কোম্পানী গ্রীষ্মকালীন চাষের উপযোগী পেঁয়াজবীজ বাজারজাত শুরু করেছে। রোপনের ৯০ থেকে ১০০ দিনের মধ্যে পেঁয়াজ সংগ্রহ করা যায়। এটির ফলন একর প্রতি ১২ মেট্রিকটন। প্রতিটি পেয়াঁজের ওজন গড়ে ৭০-৮০ গ্রাম হয়ে থাকে। এ পেঁয়াজের ঝাঁঝ কড়া। সারা বছর সংরক্ষণের উপযোগী। এবং অন্যান্য পেঁয়াজের বাজারদর হতে এ পেয়াঁজের বাজারদর বেশি হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।