Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ভাগবত পাঠ শুনতে রাধা-গোবিন্দ মন্দিরে ভক্তবৃন্দের উপচেপড়া ভিড়

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
জানুয়ারি ৩১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে ভাগবত পাঠ শুনতে হিন্দুধর্মালম্বী ভক্তবৃন্দের উপচেপড়া ভিড়ে মুখরিত আখড়াবাড়ি রাধা- গোবিন্দ মন্দির প্রাঙ্গন ।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে (আখড়াবাড়ি) এ ভাগবত পাঠ শুরু হয়। দক্ষিণবঙ্গের স্বনামধন্য বিদগ্ধ ভাগবত ও বিশারদ শুদ্ধ ভক্ত প্রবর কৃষ্ণ কৃপা মুর্তি বিল্বমঙ্গল দেবনাথ (দাসজী) এ ভাগবত পাঠ করেন।

 

বাংলাদেশের সনাতনী কৃষ্ণভক্তদের কল্যান ও বাবা এবং দাদুর আত্মার শান্তি কামনায় ব্যবসায়ী গৌর সুন্দর ঘোষ এ ভাগবত পাঠের আয়োজন করেন।

 

ভাগবত পাঠ শুনতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে চারিদিক থেকে অত্র উপজেলা ও উপজেলার বাইরে থেকে হিন্দুসম্প্রদায়ের নারী-পুরুষেরা ছুটে আসেন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে। রাত ৯ টার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয় মন্দির চত্বর। রাত সাড়ে ৯ টায় ভাগবত পাঠ শুরু করেন বিল্বমঙ্গল দেবনাথ (দাসজী)। চলে গভীর রাত পর্যন্ত। এ সময় তার ধর্মীয় আলোচনায় ভক্তবৃন্দরা অশ্রুসিক্ত হয়ে পড়েন।

 

আয়োজক গৌর সুন্দর ঘোষ বলেন, ‘কৃষ্ণ ভক্তদের জন্য এ আয়োজন। বিল্বমঙ্গল দেবনাথের কণ্ঠে ভগবানের এমন কাহিনী শুনলে ভক্তিতো আসবেই। অনুষ্ঠানে ভক্তদের আগমনে আমি আপ্লুত ও অবিভুত এবং সকলের কাছে কৃতজ্ঞ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।