সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দূর পাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে মুখোমুখি চাপ দিলে এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ সময়ে দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি সম্পূর্ন দুমড়ে মুচড়ে বাসটির তলে ঢুকে যায়।
নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা ও তার বোন সুমি বেগম। এসময়ে গুরুতর আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম ও সিয়াম খান।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।