Nabadhara
ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজির সময় ৬ জন আটক, দুটি ট্রলার জব্দ 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আলোকদিয়ার চর এলাকায় যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড হতে চাঁদা আদায়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। চাঁদা আদায় কাজে ব্যবহৃত ২টি ট্রলার জব্দ করা হয়েছে।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয়ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।

 

আটককৃতরা হলো মৃত গজনবি মোল্লার ছেলে মো. নুরুল ইসলাম (৫০), মো. লতিফ মোল্লার ছেলে মো. মোকছেদ আলী (২৮), গজনবি মোল্লার ছেলে মো. আনোয়ার হোসেন (সাদ্দাম) (২৭), আবুল কালাম মোল্লার ছেলে মো. জামরুল ইসলাম (১৮), মৃত আয়নাল বেপারীর ছেলে মো. আব্দুল কাদের (৩৬), মৃত আয়নাল হক এর ছেলে মো. আব্দুর রহমান। এরা সবাই সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ওমরাপুর ও আটিয়া সলংগী এলাকার বাসিন্দা।

 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় কে বা কারা বাল্কহেড থেকে টাকা তুলছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বাল্কহেড থেকে টাকা তোলার সময় নৌ পুলিশ দেখে আসামিরা পালিয়ে চরের দিকে চলে যেতে থাকে। পরে তাদেরকে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ২টি ট্রলার। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মানিকগন্জের শিবালয় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।