শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বাগেরহাট এক আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খাঁনের নাম ঘোষনা করেছে জামায়াতে ইসলামী।
এই তথ্য নিশ্চত করেছেন চিতলমারী উপজেলা জামায়াতের আমীর মাওঃ মনিরুজ্জামান।
মাওঃ মনিরুজ্জামান জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার কেন্দ্র থেকে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। বাগেরহাটের ৯টি উপজেলা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসন। এরমধ্যে (ফকিরহটি-মোল্লাহাট ও চিতলমারী এই ৩টি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট এক আসন। এ আসনে খুলনা বিভাগীয় অঞ্চল টিমের সদস্য বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খাঁনকে জামায়াতের প্রার্থী হিসেবে চুড়ান্ত ঘোষনা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।