টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্সুরেন্সের মডেল সার্ভিস সেলের জেনারেল ম্যানেজার মো.রাকিবুজ্জামানকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ।
গুরুতর এই অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়নের ফারুক মুন্সির ছেলে সাংবাদিক জসিম মুন্সীর নামে।
রুপালী লাইফ ইন্সুরেন্সের মডেল সার্ভিস সেলের জেনারেল ম্যানেজার মো.রাকিবুজ্জামান টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত অভিযোগে বলেন , টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়নের রাসেল শেখ ২০২২ সালে রুপালী লাইফে ১৫ বছর মেয়াদী জীবন বীমা পলিসি খোলেন। প্রথম দুই বছর তিনি নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। তবে ২০২৪ সালে প্রিমিয়াম পরিশোধ করতে না পারায় ৩৯ হাজার টাকা টোকেনের মাধ্যমে জমা রাখেন এবং পরে পুরো প্রিমিয়াম পরিশোধ করে রশিদ নেওয়ার কথা জানান। কিন্তু পরবর্তীতে তিনি ওই টাকা ফেরত চেয়ে আবেদন করেন এবং টাকা ফেরত পান।
রুপালী লাইফ ইন্সুরেন্সের মডেল সার্ভিস সেলের জেনারেল ম্যানেজার মো.রাকিবুজ্জামান অভিযোগে আরো বলেন,রাসেল শেখ সম্প্রতি জসিম মুন্সী নামের এক সাংবাদিককে সঙ্গে নিয়ে তিনি রুপালী লাইফের অফিসে যান এবং তার জমা রাখা টাকা ফেরত চান। কিন্তু রাসেল শেখ ও সাংবাদিক জসিম মুন্সী টাকা ফেরত না নেয়ার কথা অস্বীকার করেন। পরে কাগজপত্র দেখালে জসিম খারাপ আচরণ করেন এবং হুমকি দেন।
রুপালী লাইফ ইন্সুরেন্সের ম্যানেজার দায়েরকৃত অভিযোগে বলেন, জসিম মুন্সী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন এবং টাকা না দিলে পত্রিকায় তার বিরুদ্ধে খবর প্রকাশের হুমকি দেন।
এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক জসিম মুন্সী জানান, রূপালী লাইফ ইন্সুরেন্স তিন বছর মেয়াদী বীমা করেন তবে তিন বছরের কথা বলে পনেরো বছর রেখে দেন।পরবর্তীতে গ্রাহকেরা টাকাগুলো তুলতে পারে না এ নিয়ে একাধিক গ্রাহক আমার কাছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে অভিযোগ জানান, সেই প্রেক্ষিতে আমি রূপালী লাইফ ইন্সুরেন্সে রাসেল শেখ নামে এক ব্যক্তিকে নিয়ে অফিসে যাই।
তখন টুঙ্গিপাড়া শাখার রুপালী লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার রাকিবুজ্জামানের সাথে এ বিষয়ে কথা বলি এবং এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে আমার সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি আমার নামে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার ভাবমূর্তি নষ্ট করে।