Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর 
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর 

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে লাশ বহনকারী খাটিয়া নিয়ে মিছিল বের করা হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

 

মিছিলটি মুজিব সড়ক হয়ে আলীপুর ইমাম উদ্দিন স্কায়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অন্যতম সমন্বয়ক সোহেল রানা, তামান্না বিনতে তাফসির, সাইফ খান, মেহেদী ইবনে ইলিয়াস, ফারহান নায়েব, আবু নাইম ব্রিহন, রাতুল, রাকিবুল ইসলাম, কাইয়ুম প্রমূখ।

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ থাকলে এদেশে শান্তি ফিরে আসবে না। যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তাদের বিচার করা হবে, তত দ্রুত এদেশে শান্তি ফিরে আসবে।

 

তারা বলেন, গণ অভ্যুত্থানের আন্দোলনে আমাদের উপরে যারা সরাসরি হামলা চালিয়েছে এখনো তারা আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা এদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানাই। যতক্ষণ না এদের বিচার হবে ততক্ষণ আন্দোলন চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।